কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

দীপঙ্কর গোস্বামী

আগামী রোদ্দুর


অনাগত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বুঁদ হয় সে
নিঃশব্দে ছবি এঁকে চলে শ্বাসে-প্রশ্বাসে
বুকের ওঠা-নামায় গড়ে ওঠে পাহাড়
ভেঙে পড়ে ঢেউ কালের পাড়ে পাড়ে।

তার চিন্তার আকাশে তখন হাজারো জোনাকি
মনের দোলায় ধুলো ওড়া পথ,
একটা শৈশব ছুটতে ছুটতে হারিয়ে যায়
বার্ধক্যের উপত্যকায় জন্ম নেয় কঠোর বাস্তব।

নকশিকাঁথার মাঠের পড়শিরা একথা জানে,
জানে শালুক ফুলেরাও সব;
পদ্মদিঘির তীরে ঝুঁকে পড়া খেজুর গাছটিকে ঘিরে
চলছে ওদের বিজয় উল্লাস
ছুঁয়ে যাচ্ছে তার স্বপ্ন
ছুঁয়ে যাচ্ছে সে
অনাগত আগামী রোদ্দুর...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন