কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

০৮ প্রদীপ চক্রবর্তী

বঙ্গবিজেতা
প্রদীপ চক্রবর্তী



অপলকা জলমগ্ন চন্দ্রমাতে
এক অদ্ভুত সর্বত্রগামিনী চোখ,
এখানে আরেকবার চোখের দেখা—
ছিঁড়ে গেছে...
যে বিন্দু জনপদ যে নদীর বিন্দু শস্যগোলা—
নিষ্প্রদীপ অভিসারে চতুর শিকারি বসে থাকে অপেক্ষায়

এই অন্তর্গত লেখ্য আলো -- রক্তমাংস
যুযুধান বাঁচা...
যদি খেলা যায়
উচ্চাকাঙ্খী যুবক     তারও ঠোঁটে আজ মেঘলা অর্গান
উঞ্ছ ঠোঁটে লাল নীল বিষঠুংরি
শারীরিক চেতনা ঠেলে বহুদিন পর তুমি এলে

বাড়িটা থাকুক আজ। খুঁটোবাঁধা গরুটি দেখিয়ে
কিসের ব্যঞ্জনায় সর্বত্রগামিনী আয়ুষ্কাল দেখাব তোমায়...
ঘরে চাল বাড়ন্ত। এদিকে কীটাণুকীটের মতো ঘোরতর
এক রঙিন বিন্দু থেকে রোমন্থন।
এই বঙ্গে অব্যক্ত যে থাকা যায়,
অবলীলায় সম্প্রসারিত আদালতের কনিষ্ঠ কেরানি
ক্রমে পরিস্ফুটিত গ্রন্থকার—
... ‘অ্যাই পানিপাঁড়ে’ –- খিটখিটে আগুন
তুই অবশেষে লক্ষ্মীবিলাসের গন্ধে চাকরি পেলি...!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন