কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৬ ছন্দম মুখোপাধ্যায়

দেশ
ছন্দম মুখোপাধ্যায়



(১)

আমি থেকে গেছি। একটা বিশুদ্ধ হাওয়ার গ্রামে। এখানে দিব্যি নির্জনে সূর্যাস্ত দেখা যায়। তবে ভেবেছিলাম, যাদের জিভে ঢেলে দেব নতুন মহুয়ার স্বাদ, তার চলে গেছে। হে আমার বহু ব্যবহৃত ভালোবাসারা!


(২)

সে একজন বুড়ো নাবিক। তাকে সকলেই ভুলতে চায় এবং ভুলেও গেছে। কিন্তু বুড়োর নানা পথগামী বাতাসকে, বন্ধুদের, বন্দরের সকালকে ভীষণ মনে পড়ে। এমন কি জলবেশ্যা নোরাকেও। মরার আগে এই সোহাগী তাকে বলেছিল শেষবার সমুদ্রে, গভীর নীলে যাওয়ার কথা।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন