কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

১৫ নন্দিনী ভট্টাচার্য

অনেকটা আলিবাবার মতোন
নন্দিনী ভট্টাচার্য



তুমি ভিনদেশী তাঁরা নয়, বোধহয় ভিনদেশী প্রজাপতি
উড়ে এসেছিলে ফাগ-ফাগুয়ায়
বোতাম খোলা বুকে, বেঁধেছিলে ঘর
আজ পা বাড়ালে নিজের পথে অচিন পাখি হয়ে

শুঁয়োপোকা দিব্যি বাড়ছে মনে, পাখা গজায় গজায় ভাব
শুধু কন্যে তোমার অভাব
একলা থাকে রাত, শুকনো গলা ঢোঁক
কন্যে "জল পাই কোথা ?"

আর স্বপ্নে ছুঁয়ে তুমি
আর আসে না ঘুম...
হাতড়াই সোনা, মুক্তা, মানিক...
ঘুমের ঘোরে চিৎকার করে বলি... 'চিচিং ফাঁক'!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন