কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

০৬ হাসান রোবায়েত

দুটি কবিতা
হাসান রোবায়েত

এপিটাফ


যতদূর সন্ধ্যা হলো সিঁড়ি
পাথরের কোনো কোনো দাগ পাঁচিল টপকাতেই
                                                   ছায়া...
কম্পার্টমেন্টে যে ট্রেন
ঘুমিয়ে ঘুমিয়ে জাদু লাল হয় সিগন্যাল

দুটো বেঞ্চ
ছানা গজিয়ে জারুল ভাঙছে ডানায়
আঙুল নিভিয়ে বৃষ্টি
কাল যারা বর্ষাতি হাতে মাঠ ভুলে ছিল পায়ে

এপিটাফ শূন্য ছিল
জিরাফের হাওয়া ভেঙে ভেঙে হেঁটে যায়
                                              নদী


দূরত্ব

দূরত্বের নাম
পাখি

মেয়েটা ব্লাউজ এঁকে
বুঝে নেয় কুয়োতলা

চশমায় পথ হারিয়ে
বাবা পাশের বালিশে

সমস্ত সকাল মিউট
ভাঙা রোদ
দেওয়ালের ফ্রেম

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন