কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০১ বারীন ঘোষাল

অণু কবিতা বারীন ঘোষাল

 

(১)
পর কলানো জল
হাইড আউট থেকে ওয়াটার হোলে
চেম্বার্সের চাঁদ
খাচ্ছে হরিণটাকে আতসহারারারারা


(২)

ট্রাউজারের ভেতরে এক জঙ্গল
টেনে ধরছি সৈনিকটাকে
ভাবীজীর ছবিটি দেখিও
লারেলাপ্পা গানান মৃতদের

(৩)

এই যে আমি অণু ফণু কবিতা লিখছি
মানবিক পারমাণবিক ঘোলানো শব্দদের
নিউট্রন অক্ষর
গুলি গুলো ফাটবে না তো

1 কমেন্টস্:

  1. সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
    -প্রশান্ত গুহমজুমদার

    উত্তরমুছুন