কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

১২ মাসুদার রহমান



চারটি কবিতা
মাসুদার রহমান


ছেলেবেলা

আলোর মাকড়সা লাফ দিলোতার ঝুলে পরে
নেমে আসবার সুতো রশ্মি হয়ে আছে

নিকট ও দূর গ্রাম পাঠ্যে লেখা হচ্ছে ভোর

ভোর। পুব আকাশের গায়ে আগুন দিয়েছে

আমাদের ছেলেবেলা হিসু দিতে গিয়ে
রেইনবো তৈরি করে দিলো


কবি
ধানখেতের ওই পারে আর কোনো বাড়ি নেই
কেবল আমার বাড়ি। আমাদের বাড়ি...

পাতা কুড়োনির মেয়ে সন্ধে্বেলা
বিষ্ময়ের ডালিয়া ফুল পুঁতে এলে গোধুলির পারে
জোনাকিও তারার পোশাকে তারপর রাত্রি আসবে

এবং পরের সকালে
দিনের গজানো ডালপালা
মেলে দেবে আকাশে আকাশ

ধানখেতের  এপারের বাড়ি
তার কোনো আত্নীয় থাকে না!


অ্যাশট্রে
মুখ পোড়াবার পর অ্যাশট্রেতে
ছাই ফেলি

এতগুলো অপকর্মের সামান্য তুমি জান

যার পুরো অংশ
অসামান্য মুখোশে ঢেকেছি

টেবিলের নিচে রাখা
অ্যাশট্রে

বউ কি দেখেনি!


আকাশবাড়ি

অনুদিদি, মেঘ ও দুপুর লগ্ন তোমাকে দেখছি
                            সকালের বারান্দা থেকে

আমার সবে তো শুরু রোঁয়া ওঠা প্রভাতবেলা

দুপুর, জানি সে তো অনেক দুপুর

আমাদের নিম্নবারান্দা থেকে দেখি তোমাদের
                             প্রায় আকাশের কাছে বাড়ি











1 কমেন্টস্:

  1. খুব ভাল লাগল কবিতাগুলি, বিশেষ করে 'কবি' কবিতাটা। মাসুদার, তোমার কবিতায় মুগ্ধইয়হই আমি।

    উত্তরমুছুন