কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০২ বারীন ঘোষাল


থিওরিনা

কাকতাড়ুয়ার ওপরে বসেছে কাক
লেবুগাছে লেবু
স্তনে পম পম
         সব ছিল
বিন্দু বিন্দু ছবিদের কোয়ান্টাম এসব নাচিয়ে দিল রক্তে
চোলি ঘাগরা কালার-ব্যান্ড আর নাচুনীরা বিলয়ের নিয়মে পড়েছে

হৃদয়ে এ তার রক্ত
রক্তে রক্তিম প্রজাপতি ও তাদের উড়ন্ত ক্লোন
যেমন সিনেমায় বারে বারে

হেব্বি সেনিমা ইয়ার
তার ওপরে জোছনা ভেজা সিমেন
চাঁদ নেই তো কী
রাণু তো আছে
        নাবিক আছে বোতল আছে কত কী 

ছেঁড়া থিওরি এরই থিওরিনা
বাতাসের পেছনে লাগা বাতাস
নাবারীশের দেশ
বিন্দুদের প্রজাপতিদের একটা মালা ভেবেছিলাম
সুতোর কথা
      সেতারের কথা
              কবেকার টুং টাং-গুলোর কথা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন