কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

০৩) ঊষসী ভট্টাচার্য

বর্ষার শহর...

‘কোন্‌ সাহসে মালবিকা চুলের বাঁধন খুলে দেয় তোমার বুকে?
কোন্‌ স্পর্ধার চুম্বনে ঠোঁটে তোমার ভাটিয়ালি?
কেন উপেক্ষার ঝড়ে উড়ে যেতে হবে আমাকেই?
সিনেমার অন্ধকারে নায়িকার উদ্ধত বুক কেন লালা ঝরাবে তোমার?
আমি কি মৃত না আকস্মিক?’

নবনীতা নামক আকাশ আজ উত্তাল,
প্রেমের আঁচড়ে সারা খাতা তছনছ,

‘দুঃসহ প্রেম, দাবানল তুমি
বিষাদ বিলীন প্রান্তরে
উড়ো ছাই আর উড়ো ছাই শুধু,
দহন আমার নির্জনে।

পুড়ে পুড়ে ছাই বারুদ বাস্প
হবে গিলেটিন সুখ,
আগুন আজকে, পোড়াব তোমায়,
জ্বালাব প্রেমের মুখ’।


রুদ্র বারান্দায় সিগারেটের ধোঁয়ায় আঁকছে,
নবনীতার নিখুঁত অভিমানী মুখ
শ্যামবর্ণার আভায় অভিমানের লাল ছায়া-
বর্ষার ভেজা সকাল হয়ে যায় অনায়াস-

‘একলা এখন লোডশেডিং-এ
তোমার কথা ভাবছি শুধু
ইচ্ছেমতো উড়ান ঘুড়ি
মনের মাঠটা ফাঁকা ধু ধু

তোমার মতো ইচ্ছে আমার
জব চার্ণক আবিষ্কারি
একটা শহর খোঁজ করে সে,
আমরা খুঁজি তরবারি

নদীর ধারে ঘরটা তো সেই
হারিয়ে ফেলা ছেলেবেলা
আমরা তোমার নোনতা চোখে
ইষ্টিকুটুম প্রেমের খেলা

প্রেমের কথায় মনে পরে
ঘর ছাড়া সেই বাউল সুর
মন জোছনা অঙ্গ তোমার
নীতার খবর? হৃদয়পুর!’

আজ কলকাতা, শ্রাবণী।
কারোর গায়ে এক ফোঁটা জলও পড়বে না।
দুজন তবু সমুদ্র আজ।

আজ কলকাতা বৃষ্টিতে ভাসবেই।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন