কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

২২) স্বপন রায়

রিয়া আবার-১২

মেশালেই তো হয়, একেকটা দরজা, গান ফকির হতে থাকে খুললে

আর ফোড়ণ দেওয়ার সময় মেঘপূর্ব আঁচ, মনে আছে

তুমি ফিরে এসেছো, হয়তো এই বাড়িটায় স্পৃহা আছে, একটা লোক
কালো টিশার্ট
একটা লোক যে দরজা খুলে বলেছিল, লাগবে না

ওভেন আর গ্যাস লাইটার কিন্তু একইভাবে পড়ে আছে, পাশাপাশি




রিয়া আবার-১৩

চা মাখা ভোরের দিকে কেৎলির গরম আপশোস আর তুমি সমস্ত দিচ্ছিলে
ফুঃ দিচ্ছিলে

চোখের পাতায় নখের পাতায় উসকে ওঠা খড় বিষণ্ণ পাখি
ফুঃ দিচ্ছিলে
কেউ যেন দুঃখ না পায় আর, এই ভেবে...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন