কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

২৪) বেবী সাউ

জিরো আওয়ার

পুনরায় জলের কাছে ফিরি, গাছের কাছে
দূরে নৌকা চলে যাওয়ার শব্দ
ইতঃস্তত ভেসে আসে কুকুরের ডাক
ফিসফাস করে আঙুল তোলে কারা যেন
হাতের রেখায় দেখি বিষণ্ন পাখির পায়ের ছাপ
ভুল করে ফের অতীতের খোঁজ করি, শিকড়ের...

দৃষ্টিপথ

দ্বিতীয়ত লিপস্টিক খোলা পড়ে আছে প্রথম খুঁজছে পিঙ্কের কলমদানি
বাহারি আলোয় ঝলসে উঠছে ডোরাকাটা টাই রিমলেস চশমা
কালো গ্লাবসের গায়ে রক্ত কালো হয়ে উঠছে আরও
চশমা চকচকে হচ্ছে আর রক্ত কালো হয়ে উঠছে

রাত্রির নামে

ঘুরপথে ফিরছি। চাঁদ চুপ। রাস্তা চুপ। ঘরবাড়িগুলো ঘুমিয়ে পড়েছে। নাক ডাকার শব্দও যেন জোর করে বন্ধ রেখেছে উ।
শুধু, পেঁচার ডাক ঘিরে অনেকগুলি মিথ জমে উঠছে ক্রমশঃ।



শেষোক্ত

শেষ নেই তোমাকে দেখার

বিষণ্ন অভিমানে শুধু চলে যাওয়া
আলো কিছু
কিছুটা বা অন্ধকার

বসে থাকি
অমুকের ঘরে ঢোকে তমুকের দাবী

খানিক মাতনের পর
ফের
চাল তুলে রাখি
ডাল সেদ্ধ করি

কেন্দ্রীভূত


ঘুম জেগে উঠছে
শিশিরে মুখ ধুয়ে জ্যান্ত হচ্ছে সকাল

মানুষ সোয়েটারের ভেতর ঢুকে পড়ছে
মানুষ আর মাঙ্কিক্যাপ জড়িয়ে পড়ছে পূর্বজন্মে

গরম হচ্ছে কালো কফির কাপ

জন্মঘোলা জলে কোকিল জাগছে
রজোদর্শনের রঙে চিত্‍কার করে উঠছে পুবকোণ

এসব চুপ করে দেখছেন মা
মা-টি স্থির আছেন

2 কমেন্টস্:

  1. ভালো লাগলো কিনা জানি না, কিন্তু খুব খারাপ লাগলো না।

    উত্তরমুছুন
  2. ফেসবুকের বাইরে এই প্রথম তোমার একঝাঁক কবিতা পড়লাম বেবী। চমৎকার লাগল।

    উত্তরমুছুন