কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

১০) শমীক ষান্নিগ্রাহী

বারান্দা



আমাদের একটু বারান্দার প্রয়োজন

একটা ছোট্ট অথবা এক চিলতে বারান্দা বারান্দার জন্য আমরা অনেক ঘর বদলেছি আমাদের বারান্দা চাই

একটু বারান্দা সেই বারান্দায় বসে আমরা চাঁদ দেখব

আমরা আগের যে সব ঘর বদলেছি সেই সব বাড়ির নিজস্ব ছাদও নেই সব বাড়ির ছাদ এক হয়ে গিয়ে ঢাকা পড়ে গিয়েছে তাই আমাদের বারান্দার প্রয়োজন

আমরা বারান্দায় বসে চাঁদ দেখব পূর্ণিমার চাঁদ আমি আর পূর্ণিমা বারান্দায় বসে চাঁদ দেখব

পূর্ণিমা পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল আর আমি আকাশনীল নীলচে কালো জ্যোৎস্না আমার সারা শরীর জুড়ে

আমাদের একটু বারান্দা চাই জ্যোৎস্নায় আমারা গান গাইব সারারাত আমরা গল্প করব আমাদের গল্পের মাঝে জ্যোৎস্না ছড়িয়ে থাকবে

পূর্ণিমার ইচ্ছে মেয়ে মেয়ে হলে আমরা ঠিক করেছি নাম রাখব জ্যোৎস্না



আমরা শুধু বাড়ি বদল করছি একটা ছোটও অথবা এক চিলতে বারান্দা

একটু বারান্দার প্রয়োজন...




















0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন