কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

০১) বারীন ঘোষাল

কবিতা একটি প্রণালীর নাম

কবিতা প্রণালীর মধ্যে গড়িয়ে এল কবেকার প্রাম
প্রেম
কোন টানে এসেছে জাদুঘরের দরজায়
সুন্দরীকে
সুন্দরীদের যাঃ
জাদুঘরের ভেতরে ওদের মূর্তি মানামানি
বায়ুবিনা বীণা বাজনালয়ে

পললের পল পলকের হাস মুখের পাতায়
দেওয়াল নেই
                            ফ্রেমটা নতুন প্রেমের খোঁজে
চাঁদ নেই হারেরেম গুরুম চাঁদমারি
মরিবের ছাঁদ
এবং মারিবে
দুজনেই ভিনয়ে মানুষ
তোমার কি মনে হয় একদিন প্রামরাও রকরকারক করবে জাদুঘরে

এখন ফাগুন চলুক
বনে লাগুক মনের আগুন
কবিতা প্রণালীর রক্তে বনের রূপক
                                       রূপম হয়ে যাক




ফেসবুক


রোদপশলার বারিশ আঁকা কিউট
মৌমানুষ
নমস্তে মনজিনিস নমস্তে
বালিকাপথের অভিমনে আজ লঞ্চ করেছে নতুন পাখির মাংস

নায়ে নেয়া সামান
এমনকি নদীও বিদেশে চলে গেল
হাতের নব হাতেই থেকে গেল যে

এসব ছেড়ে লাফিয়ে বাসে চড়তে হবে
সুলতা বসে দুলবে নন্দনের সিড়িতে সাজানো কম্পন হয়ে

কম্পুটার চুরি হয়ে গেল
আমার কম্পুটার চুরি হয়ে গেল
বাড়িটা তুলছে না ভাঙছে বোঝাই যাচ্ছে না
মুখ বই আমি মুখবোই
আর মুখস্ত পুস্তক থেকে তারা খসে যায়


1 কমেন্টস্:

  1. "এখন ফাগুন চলুক
    বনে লাগুক মনের আগুন
    কবিতা প্রণালীর রক্তে বনের রূপক
    রূপম হয়ে যাক"
    সত্যিই তো মনের আগুনে পোড়াতে পারলে সবকিছুই জল হয়ে যায়। কি শীতল তার রূপকধর্মী মিষ্টি রূপ। ওরে ফাগুন আগুন বনে বনে, ওরে ফাগুন লাগুক মনে মনে।

    উত্তরমুছুন