কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

০৪) ভাস্বতী গোস্বামী

জিরাফ

(১)
সকালের শার্সিতে জিরাফ এসে পড়েছে
চায়ের কোস্টারেও
নওয়াজ শরীফ হাত বাড়াচ্ছেন
ধীরে ধীরে গলা ফুটছে জিরাফের
চাদ্দিকে এত গলা তবু কথা নেই
জিরাফের ভিড় আমাকে পছন্দ করছে না
একদিন সব ডিনামাইট বাঁধবো
জ্যোৎস্নায় চোখ বেঁধে জমে উঠবে রুমালখেলা

(২)
বেশিক্ষণ কেউই পারে না
বৃষ্টিও না
টেলিফোনটা ধরবে?
সেই জিরাফ
নন্নি মুন্নি রাহি সব
সীমান্ত শত্রু আর সাঁজোয়া
সিংহ ধুয়ে যাচ্ছে
মানচিত্র তবু বাঁকা
নদী পুড়ে পুড়ে কতটা অশোক
পটাপট ধরা পড়ছে একশো চুয়াল্লিশ
খই তবু হিল্‌লো না
পোশাকে চিঠি এসেছে
আগে ভাগে ভেসে গেলেও মোম
অজস্র থেমে আছি
তবু দিন মোরগ ডাকলেই            আবার জিরাফ

(৩)
তারাঘরের ওপর এক দঙ্গল জিরাফ
কনট প্লেসেও
আমাকে ভদ্‌কা নাবাচ্ছে
রাস্তার জল ভেঙে ওপরে উঠব কী করে
নিম্নচাপ বাড়ছে এবং দ্রুত সরছে
মুজরো হাওড়াগামী ট্রেনে
মিস্ হলো না তো
শেফালী দাঁড়িয়ে পড়েছে
মুজরো মাটি শোওয়া
হাঁটুজলে চাঁদ চুরি
এত জিরাফবন্দী হয়ে আর ভাল্লাগছে না
সিরিয়াসলি
হবার আগে একবার শায়েরী শোনাবে

(৪)

পাঁচিলের ওপর হাঁটলে জিরাফ
রবীন্দ্রসঙ্গীত গাইলেও
তারা মাখছি
ভেসলিনে সুর
ছায়াপথে চুপ রাখলাম
আঙুল কেটে গেল
গায়ে এত জ্বর যে ভেসলিন জায়গা পাচ্ছে না
ভালোবাসতে বাসতে একটা ঘর
লাল আলো ভাসা ছড়াচ্ছে
রূপোয় কাটলারী
ন্যাপকিন
একটা ভুল ধরলাম
আর খোসা ছাড়ানো সব জিরাফ গ্রাফিত্তি হয়ে গেল

(৫)
সব রাতই জিরাফ
তবু রাত ঘুমোবার
ধীরে ধীরে দুর্বোধ্য হচ্ছ
জোর কদমে চলছে ডেমলিশন
একটা ওমলেট ভাঙলো
নতুন বৌ হলো
খোলা ব্যাটারী ছিঁড়ছি
পোশাকে জিরাফ শুনলাম
দুপুরেও
আলোবেসে পড়ে থাকা
আর ওঠার আগেই জিরাফ

1 কমেন্টস্:

  1. দারুণ এগোচ্ছ ভাস্বতী । কলমের এই আনন্দকাল চুটিয়ে উপভোগ করো আর কাজে লাগাও ।

    উত্তরমুছুন