কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ৩০ মে, ২০১৪

০৮) তানিয়া চক্রবর্তী

টক

কতগুলো প্রত্নসুখ আছে
                               ছিঃ থেকে জন্মাচ্ছে আরাম
এলোপাথারি যুগের গন্ধ নিচ্ছে কারা যেন!
নিঃশব্দে থেকেছি বলে
উত্তাপ বিক্রি হয় নি--
সমস্ত স্বাদের নাম এখন টক


কালক্রমে


পাখি ওড়
ক্রপের নামে নেশাভান করে নে
দুধে আর মদে তেমন ফারাক নেই
চর্বি সেলাই করছে স্তোক
এখানে সবাই নিজের বৃদ্ধি মাপে
                                        --তাঁবু পাল্টায়
এটা কোনো শতাব্দী নয়
কালক্রমে সংখ্যার লেজুড়


প্রত্যাহার

দ্যোতনায় নয়
চাবুক থেকে চাবুকে
পা থেকে মাথায়
যতখানি বালিতে জন্ম -- উর্বরতায় দাগী
পিটুলি বাঁটার সঙ্গে চুরি হয় তৎপরতা
যেখানে সমান চিহ্নের দাবি প্রবল
সেখানে চাবুকরা প্রত্যাহার সমার্থক

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন