কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৯ জুন, ২০১৪

০৫) ওয়াহিদা



আবছায়া
গোপন রেখা প্রকট হলে-
মাদুলি ঝোলাই
যদিও আত্মারা ছোবল দেয়
সর্পিল নিশ্বাস খুলে রাখি;  
দিন রাত্রি ডোবা জলে ঝাঁপ
অবগাহন...
শুরু হয় আদিগন্ত রাত্রিবাস
মায়াজাল খেলা...
হারানো শব্দেরা চোখ বুজে ফেললে-
অর্বাচীন কালের প্রেতাত্মা মনে হয় নিজেকে


বিমূর্ত আধার
তোমার শরীরের ঢেউ নিংড়ে
সবুজে সমুদ্র আঁকছি
দিগন্তের আড়পথে রাত ডানা মেলে উড়ান দিলে
ধুলোরা গড়িয়ে গড়িয়ে...
বিমূর্ত আধার
ইতিহাসের পায়ের নূপুর তখন
প্রায় অশ্রুত ও ক্ষী
নিঃশ্বাসের গভীরে নিঃস্ব অস্তিত্ব  
মুহূর্ত মেপে নেয় ক্ষয়িষ্ণু বেঁচে থাকার


মানুষ হই

ক্রমাগত আযৌবনে বাস করি
উষ্ণতাও থার্মোমিটারের পারদ ছাড়ায়...
নম্বরে পরিচিত তুমিও-
পাল্টে গেছ বিকেল হৃদয়ে
তাই বিকল্প বেছে দুঃখ ভুলে যাই
ফুটপাতে যারা প্রেম পেতে বসে থাকে
তারাও বিকল্প জীবন কাটায়
শুষ্ক মাটি বুড়ো গাছের রস জোগাতে পারে না
তাই ভুল করি
মিথ্যে বলি
মানুষ হই
অথবা নিয়ত ব্যাভিচারী হই


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন