কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

১৪) তানিয়া চক্রবর্তী


তা থৈ থৈ যোনি

তা থৈ থৈ থৈ থৈ -- জলে নেই কাদা -- কাদায় নেই জল -- জলকাদা খেলা হয় জলছবিতে -- হাঁটি হাঁটি পা -- পিঠ জুড়ে জলকণা -- মেয়েটা ভালোবাসছে -- এটাই অপাত্রে হলে পাপাশয়। কুচো কুচো মাছ পায়ের কাছে -- মেয়েটা পা চুবিয়ে দিয়েছে -- মাছ কোষ খাচ্ছে। মেয়েটা দেবতার বিছানায় বসতে ভয় পায় -- লাল দাগ -- সূচকের খেলা – ডিসমোনেরিয়া -- তা থৈ থৈ মেয়েটা আয়না মাপে -- শরীর ঠিক আছে তো আয়না -- আয়না ভেঙে গেলে কাচ -- ত্বক জুড়ে রক্ত -- গোলাপের ছেঁড়া পাপড়ি -- মেয়েটা মুখে ওড়না দিয়ে সাদা ঘোড়ায় করে ঢোকে ব্ল্যাকহোলে -- ওখানে যেখানে কোনো কেমো কাজ করে না দ্রুত বাড়ে কোষ! --মেয়েটা পুং-স্বার্থে জিনিস বহন করে -- পার্থেনোকার্পি জানত না বলে অ্যাডামস অ্যাপল সমস্ত নাভি শুষেছিল মেয়েটা ওভেনে নখ পোড়ায় -- বাড়তি শুকনো রেচন -- মেয়েটা সারারাত জেগে থাকে -- ভোরে হাওয়া আসে -- সমস্ত শরীর জাগে -- রশ্মির মতো গা জুড়ে কাঁটা -- মেয়েটা জল থেকে পা উঠিয়ে নেয় -- কুচো মাছ পাগলের মতো  লাফায় -- মেয়েটা জল নিয়ে বসে থাকে -- থৈ থৈ জল মেয়েটা ভেলায় করে পাপ কিনতে যায় পুণ্যের খোলসে -- মেয়েটা অভিশপ্ত পম্পেই নগরী -- ভিসুভিয়াসে চূড়ায় শরবত কিনতে গেছিল -- ওখানে বিষ ছিল -- মেয়েটা একটা সরোদ হয়ে তরবারির খাপ পুজো করে -- “THE MOUNTAINS LOOK ON MARATHON / AND MARATHON LOOKS ON THE SEA, (BYRON)” মেয়েটা প্লুটোর সঙ্গে সৌরজগতের পুজো করত মেয়েটার পান্না ছিল  না হাতে -- মেয়েটা মায়ের নোয়া ভাবে -- ওখানে শিরা -- দু’হাত জুড়ে শিরা কাঁপে -- ও বৃত্তাকার চাকতিতে চার চাকার দিবানা হয়ে যায় -- মেয়েটা উবু হয়ে বসে সাদা কাগজে বমি করে -- এমিওসাইটোসিস  -- কোশীয় উদগিরণ -- বমির  মধ্যে দিয়ে বেরিয়ে আসে সৎ প্রলাপ -- প্রলাপ করতে করতে সে শাড়ি পরে -- শাড়ির ফাঁক -- চি চিং ফাঁক -- পেট, স্তন, নাভি -- মেয়েটা একটা শাড়ি হয়ে যায় শাড়িটার রং কাঁঠালিচাঁপা -- সম্পর্কের নাম মালকোষ -- মেয়েটা নিজের আঙুল কামড়ায় -- শরীর ছিঁড়ে রেললাইনের পাথরে ঠোঁট ঘষে -- ঠোঁট থেকে  ভাটিয়ালি রক্ত -- ঠোঁটে ঠোঁটে বিক্রি হয় প্রেম প্রেম খেলা -- পায়ে শিবরঞ্জনী -- ঠোঁটের নাম আলম্বন কোষ -- ও নাকি প্রলম্বিত যোনি -- মেয়েটা সাপ হয়ে গেছে -- শাপে ভরে গ্যাছে কলোনির এসরেণু -- মেয়েটা পাথরের গায়ে পরাগ খুঁজতে বেরোয় প্যাঁকানো চুল -- নিরবিচ্ছিন্ন নখ -- প্রসিদ্ধ ঊরু -- মিথ্যে ঠোঁট -- অজস্র বাহবা -- ছোবলের চাহিদা -- মেয়েটা শাণিত তটে মৃত সন্ন্যাস খুঁজে বেড়ায় -- মেয়েটা একটা ছেঁড়া হলুদ কাপড় -- মেয়েটা কেবল একটা যোনি হয়ে যায় 
  


1 কমেন্টস্:

  1. uttoron theke obotoron er aschorjo binirman.Kintu seta nichok jibon nirbhaher jonyo.ta bad diye se r o oneker motoi rokto mangsho. Adbhut kabbik lekhoni .mughdo korlo.

    উত্তরমুছুন