কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০৪) সোনালি বেগম



সোনালি বেগম

আঁধি
সামনা সামনি বসে কথা নয়, মোবাইলের
ওপার থেকে আঁধি-তুফান ভেসে আসে
বৈশাখে শিলাবৃষ্টি উত্তর ভারতে গম
চাষের ক্ষতি হয়ে গেলকালচে বেগুনি
রঙের আকাশ ঘিরে তান্ডবকোথাও ট্রাক্টর,
কোথাও লাঙল নিয়ে ব্যস্ত কৃষক
খুন্তি-হাতায় হাত চলে সারাদিন – সে তো
রাঁধুনি গৃহবধূ


রেডিয়েশন
সমুদ্রের কাছে গিয়ে অশ্রুপতন
বাসন ধোয়ার পাউডার ছিটকে পড়ছে  
চোখেজল-হাত মিলেমিশে ধ্রুপদ
সংগীত
ব্রিটেনের প্রিন্স উইলিয়াম আর
কেট্ মিডলটন জর্ডনে হানিমুন নিয়ে  
ব্যস্ত খবর
জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার প্লান্ট
থেকে বেরিয়ে আসছে রেডিয়েশন –
কেঁপে উঠছে মানবজাতির মসৃণ হাত


ধকধক...
নিমগাছ জুড়ে কাক শালিখ চড়ুই কবুতর
ব্রিজ ধোঁয়া রং...থোপকথন। স্পেস মিশন
পর্বতগাত্রের বরফকুচি গড়িয়ে পড়ছে, উত্তাল
আগ্নেয়গিরিগতকালের গল্পগাথায় ভিজছে
পাইন দেবদারু বন। হৃদয় হৃদয়ের কথা শুনছে
ধকধক...্যাকোয়ারিয়াম তোলপাড় ক্লাউন-মাছ
ম্যাকাও-এর পালকে জঙ্গল জঙ্গম হয়ে উঠছে...

    

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন