কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

০২) মৃণাল বসু চৌধুরী



মৃণাল বসুচৌধুরী

প্রতিবাদী

আত্মকথা আর আত্মপ্রকাশের মাঝখানে
পড়ে থাকা জমিটা তোমাদের চেনা নয়
সালিশিসভার লোকগুলোকেও চেনো না তেমন
তাই             মেয়েটির আত্মকথা শোনার আগেই
তাকে নগ্ন করা হলে    তোমরা কোনো প্রশ্ন তুললে না
শাস্তির বিধান নিয়ে
তর্কাতর্কি শেষ হবার সঙ্গে সঙ্গে
        তার ওপর ঝাঁপিয়ে পড়ল
                     কিছু কামুক সন্ন্যাসী
তোমরা কেউই মেয়েটাকে বাঁচাতে গেলে না

তখনই যখন গ্রামের মোড়ল
                    গ্রাম
                    গণতন্ত্র
                    নির্ভুল বিচার নিয়ে
                    বলে চলেছেন
                    তোমরা সবাই চুপ

অথচ তোমরা নাকি একদিন সকলেই
                       প্রতিবাদী  ছিলে

এসো তোমরাও এসো

সেতুটি পুড়িয়ে যারা
      অলীক উত্তাপ নিয়ে
      আগুনের কাছাকাছি আছ
ছদ্মবেশী পথের বিভ্রমে
      ভুল মানচিত্র থেকে
      রঙিন মুকুট নিয়ে
          নিজেদের বিজয়ী ভেবেছ
স্নিগ্ধ স্বরলিপি নয়
শীতঘুমে শুয়ে থাকা
         কিশোরীর কণ্ঠনালী থেকে
যারা কেড়ে নাও মুগ্ধ উচ্চারণ
অদৃশ্য সুতোর টানে
         লোভ ও ঈর্ষায় যারা
                নদীমুখ ঘোরাতে চেয়েছো
যারা শর্তহীন পারাপারে বিশ্বাস কর না
এসো
তোমরাও এসো
উন্মত্ত দক্ষিণ ঝড়ে
         সেতুপোড়া ছাই উড়ে
             তোমাদের অন্ধ করে গেলে
        ফিরে এসো জোয়ারে ভাটায়
এতদিন
আগুনের উত্তাপ জেনেছো
এবার শরীরে মাখো
              উষ্ণতার রঙ





1 কমেন্টস্: