কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০৬) পারমিতা বন্দ্যোপাধ্যায়



পারমিতা বন্দ্যোপাধ্যায়


ধারাভাষ্য

চোখের ধারাভাষ্য
আর বয়ে চলে ননস্টপ প্রেম
ভেজা নিঃশ্বাস কিছুদূর গিয়ে
আছড়ে পড়ছে চুলে
প্রেম দাড়িয়ে প্রেম মাখছে গায়
আধুনিক প্রেম
হাওয়ায় হাওয়ায়

ফাঁকা রাস্তা দুপুরের খোলা শার্ট
জল গড়িয়ে শার্ট ভিজছে, বুক ভেজে
নাছোড় বৃষ্টি
প্রেম তখন
খানিকটা রোদ্দুর হয়তো খোঁজে

দোতালার ছাদে ফরম্যাট হয় ব্রেইন
ঘিলু জুড়ে শুধু তুমি
আর বাড়ছে আবেগের হাঁটুজল
তুমি আমি কাদা মাখি আধুনিক রঙে
জল বাড়ুক
তোমার কোম ছুঁয়ে সময় দুর্বল

এবার বায়োস্কোপ
ঝোড়ো হাওয়া আর
নির্বাক চলচ্চিত্র ভেজা ঘাস
একটা দুপুর বৃষ্টি ভিজছে
শহুরে আমির হঠাৎ পল্লীবাস
দোতলার জল নামে রাস্তায়
একা শিউলির নিচে মাটি জল কাছাকাছি
ভেজা চোখে তাকালে দেখতে পেতে
আমি আবারও হাঁটুতে আটকে গেছি



দাবি

শুধু এক চুমুক ভালোবাসা দাও
তোমার নীল ঠোঁটের
তুলি ডুবোই সাগরে
নীল রঙে আকাশ সাজুক

কিছু বোবা ভাষা দাও
না বলা আবেগের খিদে ভরো প্যাকেটে
জমা রাখি ছিয়াত্তরে

পাথরের হাতে ছোঁয়া দাও
স্থাপত্য গড়ি
লজ্জা পাক গ্রীসি অনুভূতি

রহস্য দাও চোখে
উন্মোচিত হোক প্রাচীন সমুদ্রতল
অহং কাটুক

আর চাষাপাষে খুড়ে দাও মাটি
উর্বরা হোক
আরেক পৃথিবী পতিত জমি

ক্লান্তি দাও শরীরে
অবসাদে ধোঁয়া ওড়াও
মেঘ করুক
জমাট হোক আকাশগর্ভ

আর আমি?
আমি দেব একফালি কবিতার আমাজন



    

1 কমেন্টস্: