কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

পরন : একটি পুনরাধুনিক কবিতা



আলোর কাজনাম
খুলছে। মা। হাসির মা। পুরনো
থান
কাঠকয়লার রঙে
আমি
আমরা
১ হ্যাঁচকায় পাথর নামিয়ে
২ হাত দিয়ে
রাষ্ট্রের রং। মুছছি
অন্ধ পীঠ যেখানে শেষ
শুরু যেখানে দেশ
অন্ধকার
ভাষা সেখানে
নিকোনো হচ্ছে বটে
লীলার শতক প্রৌঢ় শতক
নয়
ভাসা
টানছ। ঢেউয়ের
কান্না
টানছ
গুণ দিয়ে
মাপা যাচ্ছে না
কাপড়সূচ
খুলছে
শাড়ি হচ্ছে
মা



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন