কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

রেটিনা রশ্মি


সূর্যকরবী

একাকীত্বের ঘনত্ব কৃষ্ণপক্ষে
আর্তনাদ ফ্যাকাশে - মাঠের বুক সবুজ
নিংড়ে নেয় চোখ সন্ধিবিচ্ছেদে
চেনা-অচেনা মুহূর্তে রূপান্তরিত 
অনুবাদ
মাকড়শার লালায় সংশ্লেষ শেখা বিস্ময়
অ্যানিমিয়ায় ‘র’ শূন্য রক্ত জমাট
তবু গ্রীষ্মের দুপুর ভাষার বর্ণে সূর্যকরবী। 


ক্যানভাস

শব্দ কাঁপছে আঙুলে
আগুনের দাহ্যতা : আমার কবিতা
শুষে নিয়েছে পরিচিতি 
টিলার পর থেকে গড়িয়ে দিচ্ছি কান্না
আর্তি সবুজ প্রতিশ্রুতি : ম্লান
দীর্ঘশ্বাসে তিক্ত রাত শিশির ঝরা
পৃথক ছায়ায় সাজানো নিখুঁত নক্ষত্র
অলীক নগরে আমার ক্যানভাস...
                রেণু ভেজা আঁচল।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন