কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৪ জুন, ২০১৫

পলাশ দে

চশমা যা দেখতে পাচ্ছে না


এক - আমিখোর

চোখ কী তীব্র কী ধনুক বেঁকে যাচ্ছে
মিথ্যেপুতুল... যাচ্ছে

তীর আন্দাজের ফাঁকে বসে থাকি
বসি শুই হামাগুড়ি ওহ্ মাথুর

দেখার ঘোরে কেল্লা হাঁপায়
ভেঙে পড়ে

আমরা কি শিরদাঁড়া লুকিয়ে রাখবো হত্যাপ্রকল্পে?

হুকুম হুকুম

কী তীব্র কী পরম
প্রস্তুত হচ্ছে... আমিখোর


দুই - আন্ডারগ্রাউন্ড


কিছু একটা বাজাও
মাংস। যোনিপদ্ম। ডাইনি সন্দেহ

পরদেশীকে আজ আর পরদেশী ভেবো না
হাসি ওই ক্রুশকাঠে মুখ ভুলে গেছি

ধর্ম গেঁথে গেঁথে দু'হাতে মেগাসিরিয়াল
ঠোঁট কি পয়মন্ত ঠোঁটে ঘড়ি আটকে আছে

আঁজলা করো পলাশ খোলো পাঁজর
সহ্য রেডি করো আবার

কেউ আসছে। লুকোতে চাইছে


তিন - কনফেশন

না না চাকা আর কুয়ো এক নয়

বোবা গলার কাছে তোমার ব্লাউজ
অস্ত্র খুলছে

এমন ঘুম যে চোখ বন্ধ করতেই পারছি না
লুকিংগ্লাসের দূর এবং হাঁপানো
ব্রীজগুলো একে একে মুখশুদ্ধি কিনতে যাচ্ছে

খানিকটা হেঁটে গেলে ফিরবো তো সমস্ত হাঁটা?

অ্যাক্সিডেন্টের চুপ আর হই চই চই

একজন স্বীকার করে
একজন শিকারের অপেক্ষায়


চার - কন্ডোম

খোদাই এক গ্যাস বেলুনের হাত
মাটি ছিঁড়ে বায়না সমস্ত উড়ে যায়... যাচ্ছে

এখানে ফলন কম। কীটনাশক
এই প্রথম রক্তপাতের বীজ
দিনকে দিন রাতের কোমরজল... ক্ষোভ

আমাকে পাকড়াও করো
নেশা ধরাও জলদি অন্ধ কার করে দেখি

দেহ পেঁচিয়ে থাকাকে আর যাই হোক
শঙ্খ লাগুক একবার অন্তত

কন্ডোম সরাও


2 কমেন্টস্: