কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৪ জুন, ২০১৫

প্রমিতা ভৌমিক

নৈশ পতাকা

ঘুমন্ত পাহাড় - হারিয়ে যাচ্ছি আমি,
স্মৃতির ভেতর নিস্তব্ধ মুগ্ধতায়
ছুঁয়ে আছি ফেলে আসা পুরনো হিসেব
আমার ঘোলাটে সন্ধে, আমার পার্বত্য স্বজন-
লিখে রাখি নি কিছুই

এরপর মাটির কিনারে যাই,
শস্যের বীজমন্ত্র শুনি
এক চিলতে জ্যোৎস্নার সামনে ঝুঁকে পড়ি ক্রমশ
আর সংক্ষিপ্ত শীৎকারে ওড়ে নৈশ পতাকা

আয়নার পেছনে ঘুমোতে ভুলে গেছি কবে!


বিগত পুরুষ

সেই তুমি ভিড়ে মিশে গেলে-
মৃত হাড় ভেসে যায়
মন পোড়ে শরীরে তোমার
বৃথা এই কোলাহল ভারবাহী সন্দেহে ঝরে

এ শহর অন্ধকার,
ইতস্তত কলহপ্রবণ-
পুরনো আহিরীটোলা বয়ে যায়
ঐ সফল নদীর পাশ দিয়ে
কাক ডাকে, ভোর হয়
দু' চোখে জোয়ার এলে
আমাকেই কাছে চায় বিগত পুরুষ।


এটুকুই শ্রম

রহস্যে তামাশা ছিল,
ইন্ধনে জেগেছিল মন
সহজ কথার ঘায়ে
মুহূর্তে কুড়িয়েছি ভ্রম

বসত প্রাচীন হলে
শরীরে শরীর ভাঙে
চাঁদে লাগে চাঁদ,
অন্ধকারে আরশি খোঁজা
সঙ্গমে শোক-

এই পথে তুমি আসো,
অতিরিক্ত এটুকুই শ্রম।








0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন