কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

অসিত চট্টোপাধ্যায়

মেঘমালা

আকাশবালা মেঘমালা
মেঘবতী কন্যা 
চুপিসাড়ে পুকুর পাড়ে
লিখছি চিঠি হৃদয় জুড়ে
বলাকা ডানায় লিখব তোমায়
বানভাসি গো, তোমায় 
আমি ভালোবাসি।

শালপিয়ালের দেশে যাব
মহুয়া রসে মাতাল হব
ঝরণাতলায় বাজবে মাদল
শাওন দিনে আসবে বাদল
টুপটাপ টুপটাপ রিমঝিম
জংলা হাওয়ায় লাগবে হিম
কুরচি ফুলে গন্ধে মাতাল
পাহাড়তলির বন্য দাঁতাল
ভিজবোআমি প্রিয়ার সাথে
সুরমাতালি শাওন রাতে,

বলব আমি
বৃষ্টিইইই... ঝরো তুমি...



শাঁওনী মান্দাস

গাঙুরের পৌরাণিক জলে 
ভাসিয়ে দিয়েছি মনের শব,
অন্তহীন শব্দের মালা
শুকিয়ে গেছে নীরবে,
প্রতিবাদহীন চিতার ছাইয়ের মতো

ধিকিধিকি এখনও জ্বলে
বেহুলা আগুন।

মৃত্যুর কো্নো শব্দ নেই
স্বজন হারানোর আছে
সশব্দ শোকার্ত চিৎকার।
ঘোলাটে গাঙুরের জল
বয়ে চলে সময়ের স্রোতে।

বাকরুদ্ধ স্থিরপ্রজ্ঞ
শাঁওনী মান্দাসকে
পারে না টলাতে
ডবকা মেয়ের মতো
অশান্ত ঢেউ।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন