কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

অনির্বাণ দত্ত

আশ্চর্য আঁধার

সব কোলাহল
সবকটা লাল নীল আলো থাকবে না তখন
একটা ঢেউয়ের সাথে আরেকটার কাটাকুটি  
লুকোচুরি আর চোরপুলিশ খেলতে খেলতে
মনের ভেতর আড়াআড়ি তখন হতোদ্যম 
এক সামুদ্রিক দামাল

একটা শূন্যতা পেরিয়ে গভীরতর আরেক নিঃস্তব্ধপুর,
তারপর ব্রহ্মাণ্ড ব্যেপে, সমস্ত নক্ষত্র, সমস্ত ইথার
সমস্ত রক্ত-মাংস, সব ছায়া-কায়া-মায়া জুড়ে
অণু থেকে পরমাণু, সূর্যের আগুন থেকে
সর্বভুক্ ব্ল্যকহোলের প্র্রকান্ড গভীরে শুধু এক
মৃত্যুহীন প্রেম

আর তারপর এমন এক আশ্চর্য আঁধার
যা শুধু আলোক প্রসব করে



এমনি ক’রে

এমনি ক’রে
হাঁটতে হাঁটতে মাঝসাগরে আসতে হয়,
এমনি ক’রে
নদীর বুকে স্তব্ধ হ’য়ে খুঁজতে হয়
এমনি ক’রে ভালোবেসে
এমনি ক’রে উজার ক’রে
পূর্ণ হ’য়ে থাকতে হয়
এমনি ক’রে
নিকট দূরে,
মনের ভেতর অসীম স্রোতে
সবার মনে সঙ্গোপনে
আলোক হ’য়ে জ্বলতে হয়
এমনি ক’রে
একটা হাতে
নীরব নিবিড় শূন্যপথে
সবকটা হাত ধরতে হয়
নিজের যা সব তোমায় সঁপে
নিজের কাছে আসতে হয়



         

2 কমেন্টস্:

  1. onek dhonnyobad Santu ar Bodhisattwa sir ..... kobita dute poRe motamot deoyar jonneye . Tomar/Apnar montobbyo sobsomoyei khub important.

    উত্তরমুছুন
  2. @নুপুর দিদি : এখানে আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো । এটা সত্যিই খুব বড়ো প্রাপ্তি আমার । সমৃদ্ধ হলাম ।

    @দেবলীনা : তুমি এই লেখাটা পড়েছো দেখে আনন্দ পেলাম । অনেক ধন্যবাদ ।

    উত্তরমুছুন