কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ওয়াহিদা হোসেন

সুখে থাক ব্যতিক্রম

চেনা চেহারার চোরা বাঁকে অন্ধকূপ ফেলে গেছি
চোরকাঁটায় বিষ ঢেলে দিয়েছি কালরাত্রিতে
এক আকাশ মন্থন করেও শিবির জোটেনি
বোহেমিয়ান জীবনে ঢেউগুলি সুস্থ থাক,
বেঁচে থাক গল্প-সল্প...
কান্নারা জোনাকি হয়ে উড়ে যাবে মহাবিশ্বে
তাই বুঝি পাথর ক্ষয়ে নিষ্পেষিত মুহূর্ত
তবু তো মাটি জীবন পাবো
যদিও স্রোতগুলি গুটিয়ে নিলে পড়ে থাকে
কংকালসার শস্যহীন নগরী
তবু সুখে থাক আরো একটি ব্যতিক্রম।


অর্ধনারীশ্বর

হয়তো বিগত শতাব্দীরা
তেতে ছিল কুঁড়ি প্রস্তাবে
শিকড়ের নিগূঢ় বন্ধন প্রতিজ্ঞাবদ্ধ মাটিজন্মে
তবু সূর্যরা কচি পাতায় ঢেলে দেয় দেহ
ক্লোরোফিল সুখে...
সমস্ত যোনিরস শুষে নিলে
নাভিদেশে মেতে থাকে কস্তুরি নেশা
ছেঁড়া কাঁথায় গা এলিয়ে
নিদ্রাচ্ছন্ন অর্ধনগ্ন চাঁদ
কোনো এক আশ্চর্য  নারীর
স্বপ্ন দেখে নেয়।
আর আলো আধারের মাঝে জেগে থাকা গাছেরা
রোদ কুড়োতে কুড়োতে প্রাচীন প্রত্নতত্বে
যার হাড় পাঁজরে গজিয়ে উঠছে গুল্মরা...




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন