কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মঞ্জু ব্যানার্জি রায়

অসহিষ্ণুতা 

মনের কোণে রক্তঝরা আগুন
চারিদিকে কয়লা বৃষ্টি 
অমর্যাদার ওভেনে
ঝলসে পুড়ে যায় 
অসহিষ্ণুতার মুখরোচক শিককাবাব
কাঁটাতারে ঝুলছে
আত্মতুষ্টি 

আমি ও বসন্ত

আমি যখন বিদায়ে বসন্ত
সে ভ্রুক্ষেপ না করে
বাসর রাতে

প্রখর উত্তাপের জলছবি
ছায়ায় তছনছ
হারিয়ে যাওয়ার আফশোসে
ক্ষতবিক্ষত মনের মন্দির।
ফাটলে আগাছা বনফুলের সমারোহ
অবহেলা অনাদরে নতুন সৃষ্টি
সূর্যের সাদা আলোয় পাখিরা শোনায়
নতুন প্রতিশ্রুতি 

ব্লেড বাহার

কখনো করেছ রক্তাক্ত
কখনো ভরেছ সেবায় 
তোমার জন্যে একমুঠো করুণা।
তুলে নিই আরাম 
দূর করি ক্লান্তি তপ্ততা।
ধারালোতে কত সুন্দর 
প্রাক্তনে সেপটিক
তোমায় যে বড্ড প্রয়োজন
অনীহা স্বীকারোক্তি

রঙিন রাত

গ্লাসের ওই রঙিন জলে
চলছে বাবেলসের পার্টি
মিউজিক, ক্যান্ডেল-লাইট ডিনার।
প্রতিমুহূর্তে বোঝাপড়ার দায়
তলানিতে এন্টিবায়োটিক।
থিতানোর আগে ঘোলাটে তৃপ্তি।
ওয়েটারের প্রবেশ
সাময়িক শান্তি


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন