কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মুক্তা মাহমুদা

হাতে রাখো হাত

মনের নিভৃতকোণে
যে চাপা কষ্টবোধগুলো ঘুরপাক খায়
তাদের দূরে রেখে কী করে আমি
সুখের গল্পটুকু করি!
এ এক আত্মপ্রবঞ্চনা...
আজ টেলিফোনে হঠাৎ দেখি ক'টি মিসকল;
হে যুবক
যদি ভালোবাসো, সামনে এসে দাঁড়াও
জীবনের অংকগুলোর হিসেব কষো না;
হাত বাড়িয়ে দাও
মানবতার, ভালোবাসার

হাতে রাখো হাত, হ্রদয়ে হ্রদয়
চোখে রাখো বিশ্বাসের চোখ

আজ বাগানের শিউলিরা নীরব
শস্যরাও হাসছে না আর
শব্দরা করেছে অভিমান

হে যুবক
আটলান্টিকের নীল জলরাশিও ব্যথায় ক্লান্ত,
ফিরে এসো
অভিমানগুলোকে পাঠাও অন্য কোনো বাড়ি
হাতে রাখো হাত
কখনো তো ভালোবাসার কাছে মৃত্যুও হার মানে!



হে তরুণ, কী কথা তোমার সাথে

আটলান্টিকের অতলে ডুবছি আর ডুবছি,
তলিয়েই যাচ্ছি,
এমন অবেলায় হে তরুণ কী কথা
তোমার সাথে!
তুমি ভাবো, প্রেম করো, গণিতজ্ঞ খোঁজো;
হিসেব করো, চাওয়া পাওয়ার, জীবনের-
হ্রদয়ে হ্রদয় রাখতে, সব কোলাহল ছেড়ে,
নিমগ্ন চিত্তে
ভিজে যেতে হয় সমুদ্রে, তার সাথে...
সেই মেয়েটির সাথে




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন