কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

শর্মিষ্ঠা ঘোষ

ভিলেন  

কতবার যে আপনাকে জুতো ছুঁড়তে ইচ্ছে হয়েছে
চেয়েছি হিরো এসে এন্ট্রি নিক সেই সব সিনে
আপনি চূড়ান্ত ঘেঁটে দিচ্ছেন আলো ভালো নিরীহদের
ম্যানারিজমে ছাপিয়ে যাচ্ছেন সিলভার স্ক্রিন
কালো আঙুরের থোকা দেখলে পর্যন্ত ভিলেন লাগে
মনে হয় এই মুখ দেখে উঠলে দিনটাই বরবাদ
আসলে তখন আপনি জয় করে নিচ্ছেন অভীষ্ট
আপনি পালকের পর পালক জুড়ে যাচ্ছেন মুকুটে
আমাদের ঘৃণা আতঙ্ক বিবমিষা ধিক্কার গালাগালি
আপনাকে এক পা এক পা করে এগিয়ে দিচ্ছে শৃঙ্গে
ভিলেন সাজতে হয় নি আপনি ভিলেন হয়ে উঠেছেন
রোল মডেল হয়ে উঠেছেন শিক্ষানবিস অ্যাক্টরদের
কাচঢাকা গাড়িটা থেকে কোনো ট্রিকে বেরিয়ে আসুন
জনতা আপনার ভিলেনি সেভাবেই দেখতে অভ্যস্ত
কী বললেন? স্ক্রিপ্টে এমন সিন রাখে নি ডিরেক্টর?
তাতে কী? ভিলেনরা তো প্রেডিক্টেবল হন না কখনো  



কলুর বলদ

পরিবেশনার দোষ গুণে সত্য মিথ্যা বিনির্মিত
কলুর বলদের চোখ বাঁধা, সে কান দিয়ে দেখে
ধরুন আপনি একটি ধারাবিবরণী দিচ্ছেন
আপনারও কিন্তু একটি পছন্দের জার্সি আছে
কন্ঠস্বরের উত্তেজনা পারদ নিয়ন্ত্রণ করছে সেই ফ্যাক্টর
শুনতে শুনতে বলদ বেছে নিচ্ছে আপনার পছন্দ 
কলুর বলদকে শেখানো হয়েছে নির্বাক থাকতে  
সে খুব বাধ্য তাই সে অবধ্য এবং সর্বত্রগামী
ঘানি টানার অভিজ্ঞতায় সে সর্ষের ভালো মন্দ চিনেছে
ক্রমশ জেনেছে সর্ষের মধ্যে ভূত থাকে এবং তেল
জেনেছে কিছু ভূত উপকারী জন্তু এবং কিছু তেল উদ্বায়ী   


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন