কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

বেবী সাউ

নববর্ষ

উনুনের কাছে উবু হয়ে আছে শীতকাল 

বলছে 

বলছে জন্ম দাও 
আলো দাও

দূরে কেকের গন্ধ 
আধসেদ্ধ ভেড়ার মাংস 

দাঁত বসে যাচ্ছে নোনা হৃৎপিণ্ডে

আর পশম ভর্তি নৌকা টেনে 
দরজা খুঁজছে মেষবালকেরা  


কুঞ্জবন   

এতদিন পরে আবার নদী উঠে আসছে 
এই যে আলো 
এই যে ছোঁয়া ছুঁই খেলা 

মুখোমুখি চোখ নেমে আসছে 

আলো হে!

এসো এবার ছুরি চামচে খাওয়া 
আরম্ভ করা যাক 


বাঁশি

বিধুর খেলা নিয়ে মগ্নতা ছড়িয়ে 
উঠোনময় 

রান্নাঘরে অভুক্ত মোচার টুকরো
ফুলকপি নির্ভরশীল হচ্ছে সস্তার আমেজে 

সংসার প্রতি মুহূর্তেই খুঁটিনাটি 
আলনায় আলুথালু স্নান 

বিভক্ত মনই ইঁদুরদের আত্মহত্যা শেখায় 


দৃষ্টিপথ 
  
দ্বিতীয়ত লিপস্টিক খোলা পড়ে আছে
প্রথম খুঁজছে পিঙ্কের কলমদানি

বাহারি আলোয় ঝলসে উঠছে ডোরাকাটা টাই 
রিমলেস চশমা

কালো গ্লাভসের গায়ে রক্ত কালো হয়ে উঠছে আরও

চশমা চকচকে হচ্ছে
রক্ত কালো হয়ে উঠছে
  

অতীত

মেঘ পোষ মানছে 
হুলস্থুল শিখছে সূক্ষ্মাতিসূক্ষ্ম অণু   

আলো আগলে রেখেছেন মা 
ঘরে ঘরে সরিষার পোড়া গন্ধ 

ধুলো মেখে চাকা অতীত বুঝেছে  
রাগ ছাড়াই ভরে উঠছে ভেড়ার শিং 
মোষপালকের শীতপোশাক  

যা কিছু অপাংক্তেয় 
কাজে কখনও আসা যাওয়া হতে পারে ভেবে 

তুমি কাক লালন করছ 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন