কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

সোনালি বেগম

খেলা

বুকভরা ভালোবাসা উত্তেজনায় হাজার জোনাকি জ্বলছে
স্বপ্নের বাগান ইতিহাস মন্থন স্পর্শময় বর্ণালী
আন্তরিক সৌজন্য আনন্দঘন উল্লাস মন্থন দিনরাত
জীবন জড়িয়ে চিরকাল থাকে অকুন্ঠ বিশ্বাস অঙ্গীকার
শূন্যতার খোঁজে দিগন্ত ছোটে শস্য-হৃদয়-সংবাদ
অনিবার্ণ শিখা উৎসর্গিত প্রশান্তি নিঃশব্দ সংস্কার
অশ্রু কখনও মোতির রূপে ঝর্নার রামধনু
হৃদয়ক্ষরিত ‘বনলতা সেন’ খুঁজে নিচ্ছে পথঘাট
রঙিন সম্মোহন ক্ষিপ্র গতিতে শব্দ-শ্রমিক হাঁটে
আকাশ এঁকে ঝরছে পাতা জঙ্গল ঝোপঝাড়
যাত্রাযাপন বন্ধু-স্বজন এ নিরন্তর পথচলা
নদীর ধারে পাথর খুঁজতে নির্বাসন এ খেলা


আমন্ত্রণ

সাদা সাদা পাথরের স্তূপ অনন্তকাল যাপন
নক্ষত্ররাজ্যে স্থায়ী তোলপাড় মহাশূন্যে ঘরবাড়ি
স্বরক্ষেপণ একতারা ঘ্রাণে পাঁজর স্মৃতিকথা
নিরুদ্দেশযাত্রায় দোয়েলের শিস প্রবাহিত নীল নদী
নিঃশব্দ উচ্চারণে সাবলীল পথচলা
মোমের শরীরে গলিত বিদ্যুৎচমক
কদমগাছে থোকা থোকা ফুল আকুল আমন্ত্রণ
স্বপ্নের ধারাপাত বনতুলসীর ফুল
             জন্মকথায় স্পন্দিত ভোরের বাতাস
চিরভাস্বর বর্ণের আভাসে কর্ষিত ধানজমি
প্রিয় অক্ষরমালায় সাজছে আকাশ
                  সন্তরণত রাজহংসী


অক্ষর-বরণ

নদীর স্রোতে ছায়ার অপহরণ বর্ণমালা নির্মাণ
সুখ-দুঃখ ক্লান্তিহীন দিনচর্য়ায় স্বপ্ন-ফসল বার্তালাপ
কবিতার শরীর বীজ-বপন অনিবার্য অক্ষর-যাপন
বছরের পর বছর চড়াই উৎরাই সদর্প হাওয়ার দাপটে
গহন অরণ্যের দিন স্মৃতির ঝলক
       নিবিড় আড্ডার দিনলিপি
পত্রিকা-হাতে অক্ষর-বরণ বইমেলা প্রাঙ্গণে  




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন