কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

বেবী সাউ

ফাগুন হে

এই যে রাত নিয়ে নেমে আসছে
হলুদ চুলের মেয়েরা
তুমি কী তার কোলে মাথা রেখে ঘুমাবে
পয়গম্বর

বরফে জমে আছে দীর্ঘায়িত শীত
পলাশের মৃতকোষ

গরম কফির মগে পোষ মানা
উষ্ণতা নিয়ে
তোমার লোভাতুর চোখ
বিস্তারিত প্রস্তাবে সম্মত

কোথায় কার ঘরে রোদের অপ্রতুলতা পড়েছে কোথাও বা হারানো বাগানের খোঁজে নিভে গেছে জ্বলন্ত সিগারেট


ধাবমান ঘড়ির কাছেই তোমার যতটুকু সমর্পণ


বাইরে বরফের দেশ
পরিযায়ী নেই বলে কী অসহনীয় কাটছে এই পশমের পোষাক

নিরর্থক বেচা কেনা নিয়ে গোর্নজাক সফর

অন্ধকার সবটুকু সাক্ষী থাকুক 


চূড়ান্ত পাপের শরীর নিয়ে ঘুমিয়ে থেকেছি

আচ্ছন্নতা এক সবুজ টিয়া
লাল ঠোঁটের ফাঁক দিয়ে
ভেঙে দিচ্ছে বাদামের টুকরো 

বিনম্রতা কাঁপতে কাঁপতে
এসে বসলো আগুনের কাছে

শেখাও এবার হে

আগুন কেমন পাখির ডানা পোড়াতে পারে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন