কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

শাহ্ ফরিদ

সাম্প্রতিক-১

হলুদ সরষে ফুলের স্বপ্ন নেই
আছে সম্পদ হারানোর বেদনা
কান্নাজড়িত কণ্ঠের মাতৃ আর্তনাদ
আর আছে স্বপ্ন।
সন্ধ্যার বাতাসে ধেয়ে আসে আগরবাতির
অপূর্ব সুবাশ, ধেয়ে আসে ঘুম, আসে
স্বপ্ন! স্বপ্ন!! স্বপ্ন!!!
অফিসার ছেলে নামছে পাঁচতলার সিঁড়ি
বেয়ে শক্ত দামী পাদুকার খট্ খট্
খট্ খট্ আওয়াজ।
এ আওয়াজ মৃদু থেকে মৃদুতর হয়।
বাতাসে অদ্ভুত প্রতিধ্বনি ওঠে।
গাড়ির হর্ন বাজে।
স্বপ্নের সাথে সাথে গাড়ি ছোটে।
কালো পিচের পরিচ্ছন্ন রাস্তা
দুপাশে ফাঁকা বিস্তৃত মাঠ।
হলুদ সরষে ফুল ঘুরে ঘুরে আসে।


ছায়া সহচর

খুব ভোরবেলা বাবা গোয়াল ঘরে গিয়ে দুটি শব্দ করলেন
আহ্! ওহ্!
মা গিয়ে ডুকরে কেঁদে উঠলেন
আমরা গিয়ে থমকে দাঁড়ালাম
আমাদের কালো মহিষ দুটি আর নেই
শালবনের ধারে ওদের ফেলে আসা হল।
কিছুদিন পর পূর্ণিমার রাতে
বাবা আমাদের উঠোনে মহিষ দেখলেন
আমাদের ডেকে ফিস্ফিসিয়ে বললেন
ওরা ফিরে এসেছে
আর না এসে থাকবে কি করে
এখন তো মৌসুম সবুজ ঘাসের!







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন