কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

পিয়াল রায়

তোমাকে চেয়েছি তাই

সহ্য করতে হবে এখনো অনেক ক্ষত
        এমন অজন্মার দিনে কিছু ফসল তো যাবেই করাল গ্রাসে
চোখের জলও কিছু মরতে মরতে মিশে যাবে
         ধূলোবালি আর মরা চাঁদমাসে
কিছু কিছু কবিতার সময় বড় কম
তাদের বাঁচাতে লাগোয়া সুখ বৃষ্টি প্রয়োজন
             অনেক পুরোনো অনেক নতুন মৃতদের কথায়
শান্ত হওয়ার স্রোত
পরিচিত লোকালয় ক্ষীণ হয়ে আসে
রুদ্ধ হয়ে আসে পথের যোগাযোগ

পাখিদের ডানায় তাদের নিস্তেজ আঙুলের ঘোর
একা, বড্ড একার সাথে করে বাচালতা
                 ইতিহাসে শুধু অস্ত্র নয় তাই
প্রেমও লিখে চলে নিজস্ব নিঃসঙ্গতা


কখনো আসন্ন  বসন্তে

মনে হয় যেন কেউ নেই
    অথচ আলগোছে  লেগে আছে মায়া

কতজন এলো
কতজন গেল চলে

           তারপর এল সে
       আশ্চর্য  সুরিপথ
                         লাল মোরাম
ঘন বকুলের গন্ধে গৃহস্থ  মাটির 
কখনো  গুলাল
কখনো আসন্ন  বসন্তে খ্যাপা দিগম্বর
                                       পূর্ণ রতির


শরণার্থী শহরের পথে

জিভকে দিও সুচারু উপাচার

ক্রমে ক্রমে ভিজে যাবে নরম বীজাধার

একজন শিল্পী একজন জাদুকরের মতোই
জ্বালিয়ে রাখে মনটাকে
         আদর বল যত্ন বল শুশ্রূষা
                            সবই ভানুমতির খেল
ক্ষেত জুড়ে পাগলগান্ধার
পল্লবিত ভীরু ককটেল

বুকের ওপর  লুব্ধ  চিতাবাঘ
বুকের ভিতর লুব্ধ চিতাবাঘ

হঠাৎ যেন  একসঙ্গে অনেক দুঃখে কেঁদে ওঠে
         অসংখ্য যন্ত্রণা শোক ছড়িয়ে পড়ে  
                             শরণার্থী শহরের পথে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন