কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

ইন্দ্রাণী সরকার

বসবাস

যমদূতেদের বসবাস নায়াগ্রার নিকটবর্তী খেলনার দোকানে
যখন জলবিদ্যুতের ঘাটতি পড়ে
আর খেলনাগুলো অকেজো হয়
তারা বালিতে ঘড়ি আঁকে।

নির্ধারিত সময় ও পাত্র পাত্রীর
ঠিকুজি কুষ্ঠি নিয়ে পাপ-পুণ্য বিচার করে
বিচারকালে উদোর পিন্ডি বুধো খেয়ে নেয়।

যমরাজ রোজ মাথার মুকুটটা হেলিয়ে ভেবে দেখেন
বাঁটখারার ওজনে কতটা বাস্তবতা
নরকের হাওয়া কে কতটা খাবে দাড়িপাল্লায় নিত্য বিচার হয়।


ইতি  কবিতারা

যখন তাদের কষ্টে এই মন খুব কাঁদে
অথবা রসিকতা এসে হাত ধরে নেয়
তখন কবিতার প্রসববেদনা শুরু হয়,
ভূমিষ্ঠ হয় জগতে হাততালি কুড়োনোর মত
শিশু কবিতা বা কবিতারা, পরেরটি প্রযোজ্য
একের অধিক নবজাতকের বিরল সমাবেশে
স্তবের আড়ালে যে মন্ত্র আর তার আড়ালে যে বিনাশ
না যুক্তি মানা প্রবচন, কারো পৌষ মাস কারো সর্বনাশ
রাহুর আড়ালে কেতু, কেতুর আড়ালে ধূমকেতু
আমার ধামাধরা পথিক, দ্বিপথে গেলে কিন্তু
তার মাশুল দিতে হবে জেনো, তুমি শুধু আমারই
না হলে তৈরি থেকো ছুঁড়ে ফেলতে আর কতক্ষণ !




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন