কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

শর্মিষ্ঠা ঘোষ

পারফেক্ট  

এখানে সব কিছু পিকচার পারফেক্ট
আমি এলোমেলো হব বলে তাহার কাছে যাই
পিছে পড়াদের এড়িয়ে চলে ইয়ার দোস্ত ভগবান
সময়ও কারো বাপ দাদা নয়
এই ভয়ংকর সুন্দরে জান টেকাতে অঙ্ক লাগে জোশ
ওটি ধাপে ধাপে শেখা যেতে পারে পায়ে পায়ে এগিয়ে পিছিয়ে
নেহাত তাড়া খাওয়া হরিণ চোখে দেখেছি
সামনে পেছনে উপর নিচে খুলে গেছে পথ সিগন্যালহীন  
প্রয়োজন দেবতা হয়েছে দুর্গমে দুর্বিপাকে


  
অধুনা কৃত্তিবাস

বলতে পার, বলতেই পার গোলাপ ফুটছে না আর কলমে
টেনে রাখছে না বেশিক্ষণ বহির্মুখী উদ্দেশ্য
উল্টে দেখতে ইচ্ছে করে না অন্য পাতা অন্যের ছবি
নিজেকে খুঁজতে খুঁজতে সব কিছুর মধ্যে নিজেকেই দেখতে চেয়েছ
ঠোঁট ফুলে যাচ্ছে গাল টোপা মন ভার কথা অস্ফূট  
খুব অস্বস্তি হচ্ছে আমারও একটা অপরাধবোধ
জড়িয়ে ধরতে দিচ্ছে না গলা, গালে গাল ঠেকাতে দিচ্ছে না
তাই বলে অন্য কোথাও শান্তি পাচ্ছি এমন নয়
অন্য কেউ মোটেও থাবা বসাতে পারছে না তোমার জমিদারীতে
নিঃশব্দে বলছি নাম সশব্দে অনুভব করছি তোমার সরে থাকা
একেলাপন বলে না একে বেইমানিও সেই অর্থে নয়
এও এক যুদ্ধ বটে এও এক অন্তর্গত চিরায়ত খেলা

বিচিত্র টান লিখছে অধুনা কৃত্তিবাস অভিন্ন আগ্রহে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন