কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২২ জুলাই, ২০১৭

পলাশকুমার পাল

অব্যক্ত ঘামে


বলতে না-পারা কথাদের ঘামে
ভিজে যাওয়া একটা শরীর,
মুখোমুখি আমি'টার শাখা-প্রশাখা থেকে
পাখিরা উড়ে গেলে
রোদের চাদর চাপিয়ে
একটা ছায়া কিনে নিই...

তারপর দুপুরের বৈধব্য,
আর তারই গর্ভে একটা শিশুনদী
আরও আরও ঘাম শুষে নেয়...


রাতঘুম


মাকড়সা ঘুমোলে
তারই জাল নিয়ে মাছ ধরে জেলে

গলিপথে
ডাকবক্সের খোঁজে দিশেহারা পিওন,
আর
লম্ফের পাশে কিছু পোকা থালাভর্তি ভাত-

ডটপেন থেকে বল খসে হয়ে ওঠা ঘড়িটা
ক্রমান্বয়ে বেজে ওঠে...


কাটা লাশ


স্বপ্নকে কেটে দিয়ে
একটা থান চাপানোর সভ্যতা

ধূপ কান্নার মেকআপে ভ্রু'তে জেগে ওঠা প্রেমিক,
চোখ হয় না কভু-

তবু চোখ
তুলসীপাতার নিচে জরায়ু হয়ে যায়...


বিকেলের কোলে


বিকেলের কোলে শুলে
মৃত মানুষটা ফড়িংয়ের মতো ওড়ে...

মৃত্যুর স্তনে মুখ রেখে
আঁচলের পার রেলপথ হয়


আর সিঁদুরটা মা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন