কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২২ জুলাই, ২০১৭

শাঁওলি দে

বেঁচে থাকার গান


(১)


মাটি ছুঁয়ে বসে আছি
                     ভাঙনের অপেক্ষায়-
     পথ, তোমায় আশ্রয় বলে মানি,
কত দীর্ঘ তুমি, কত দীর্ঘ তোমার চলা
তবু বাঁক এলে ঠিকানা খুঁজে বেড়াই
      নাম লিখি নতুন মানচিত্রে

     ব্যর্থতাকে স্পর্শ করিনি কখনো
সূর্য ওঠে, আমি পেয়ে যাই বেঁচে থাকার
               একমাত্র রসদ


(২)


যেভাবে, বেঁচে থাকি আশাহীন আশার
                                      দোলাচলে
সেভাবেই আজকাল ঘুম ভাঙে
জল পড়ার শব্দকে বৃষ্টি বলে ভ্রম হয়
অথচ কান্নাকে কত কাছ থেকেই না জানি

রোজ মরি আবার বেঁচে ওঠার আশায়
রোজ বাঁচি, আরও ভালো থাকার লিপ্সায়

হাসি, আর হাসতে হাসতেই জানি একদিন
পার করে যাব সাত সমুদ্র ও তেরোটা নদীও...


দহন


দাহ করে ফেরার পর শুরু হলো
এক অন্য রকম দহন।

এ দহন কষ্টের নয়,
এ দহন অনুশোচনার,
আত্মাকে হত্যা করার ...
জবাব দেব কার কাছে?
কেউ তো কারো না
শুধু গলার কাছে আটকে থাকা
কষ্ট কুরে কুরে খায়
             আজীবন


ফেরা  

                     
যা কিছু ঝরছে দিনরাত
    জন্ম নেবে কি আবার?
ঝরে পড়া পাতা কিম্বা স্বপ্ন?
মেঘরঙা সকালের দিকে তাকিয়ে
        ঘরবাড়ি আঁকি,
জল আঁকি মাটি বুনি
জানি যতটা কাঁপছে এই ভিত
ততখানিই আমার ফিরে আসার সম্ভাবনা 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন