কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

বিপ্লব গঙ্গোপাধ্যায়

জি এস টি বিষয়ক কবিতা

কবিতা লিখলে এবার থেকে জি এস টি
স্বপ্ন দেখলেও নিস্তার নেই
কর গুনতে হবে

পাগলামি বা প্রেম যে নামেই ডাকো
রাস্তা জুড়ে ট্যাক্সের ভ্রুকুটি 

 সামনে বা পিছনে চারদিকে বন্ধ দরজা   

তুমি হাসো বা কাঁদো
খাও বা অনাহারে থাকো
ঘুম আর জেগে থাকার মাঝে
থেমে যাচ্ছে আন্দোলিত হাততালি
সব পণ্য হয়ে যাচ্ছে

বাজারের ভেতর লুকিয়ে লুকিয়ে স্বপ্ন দেখছি তবু কেউ কেউ

বারো নম্বর প্ল্যাটফর্ম

বারো নম্বর প্ল্যাটফর্মে বসে
একটা কবিতা লিখতে লিখতে রাত বারোটা বেজে বারো ।

বার বার কাটতে কাটতে
বারোয়ারি ভাবনায় ঢুকে যাচ্ছে এলোমেলো বার্তা

আবার নতুন করে লিখতে হবে বলে
রাবার দিয়ে মুছে ফেলছি মুদ্রাদোষ

এভাবেই জেগে থাকা

কবিতা থেকে কবিতায় ট্রেন জার্নি আমার বারোমাস

ছায়াছবি

রোদ্দুর মেলে দিয়ে সে কোথায় গেল
অপেক্ষা শব্দটির পাশে বসে
হাতড়ে যাই টুকরো বাতাস

অন্ধকার  গেঁথে আছে  বড়শিতে




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন