কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ৩ মার্চ, ২০১৮

শর্মিষ্ঠা ঘোষ




তিনি আমারি


তিনি বলেন এভাবেই বলে থাকেন এভাবে বললে গবা খায়
তিনি করেন এভাবেই করে থাকেন এভাবে করলে ভবা দেখে
তিনি ভাবেন এভাবেই ভেবে থাকেন যেভাবে ভাবেন ত্রিকালজ্ঞ
তিনি করেন এভাবেই করে থাকেন হেব্বি মোড়কে কাজ কম
তিনি জানেন এভাবেই জেনে আসছেন যেভাবে জানায় ঝুঁকি নেই
তিনি দেখেন এভাবেই দেখে থাকেন যেভাবে দেখেন গান্ধারি
তিনি এসেছেন তিনি দেখেছেন তাঁর জয় করে ভয় যায় নি
তিনি চটবেন তিনি টলবেন তবুও তো  তিনি আমারি তিনি আমারি


টেলিপ্যাথি


ঘরে ফেরার আগে কিছু কথা রেখে যাচ্ছি বাহিরে
কিছু কথা গচ্ছিত থাক ধোঁয়া ওঠা নদী জলে
শীতের সকালেপাতা ঝরা ক্ষণে শূন্য বিতানের সাথে
ঝরে যাক কিছু কথা। কিছু কথা পাখি কুড়িয়ে পেয়ে ঠোঁটে করে
উড়ে গেল তার পরিযায়ী পরিক্রমায়। দিনান্তের সূর্য কিছু কথা নিয়ে টুপ করে
ডুবে গেল নদীটির বুকে। দু’ একটি অভিমানী কথা রেখে এলাম বিস্মৃতির কিনারায়।
কিছু কথা পড়ে রইল হৈমন্তী হিমে মাখামাখি ফসলের ক্ষেতে,
গমের শিষের মধু জারিত কিছু কথা এগিয়ে গেল পূর্ণতায়।
কিছু উড়িয়ে দিলাম মেঘেদের কানে কানে, বাতাসের আহ্বানে সাড়া দিল কিছু,
আর কিছু একান্ত ব্যক্তিগত পৃথিবীর অগোচরে
তোমার দিকে ছুঁড়ে দিচ্ছি টেলিপ্যাথি টানে।


উদ্ধৃতি


একটা ভুলভাল প্রেম অতিক্রম কী নিদারুণ  
চোখ থেকে তুলে রাখছি চাওয়া
হাত থেকে কেড়ে নিচ্ছি আয়োজন
মুখে জুগিয়ে যাচ্ছি অন্যের জুতসই উদ্ধৃতি


আত্মরতি  

দু’ একটি কলমবাজি ভালোবেসে কিম্বা মন্দবাসায়  
এই নিছক নেশা নেশা দোলাচল তীব্র আত্মরতিময়
কিছু অবসর ঝর্না ক্ষোভ দুঃখ ব্যথা বলাৎকার
উল্লাসে ছড়ানো ধুলো বসন্তের যৌন কোকিল বিলাপ
আদতে আর কিছু নয় ব্যক্তিগত অথচ দু’ বাহু ছড়ানো  
শান্ত আলিঙ্গন আগুন বিছানায় অস্তিত্বের অলীক প্রদর্শন


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন