কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ৭ মে, ২০১৮

জয়া ঘটক



ইঙ্গিত

বসন্ত চলে যাচ্ছে।  চলে যাওয়ার পর আর কোনো কথা থাকে না। কিন্ত কিছু রেশ থেকে যায়। থাকে চেয়ে থাকা।
থাকে কোকিলের কুহু কুহু সুরের রেশ। পিউ কাঁহা পিউ কাঁহা বলে বিরহীনির শূন্যতার আর্তনাদ। আবার আসার  ডাক। চেয়ে থাকা শুধু চেয়ে থাকা। চোখকে পথে ফেলে অপেক্ষা করা আবার নতুন বসন্তের জন্য।

আসলে কোনো কিছুর শেষ নেই। শেষ হলো ক্ষণিক বিরাম। নতুন আরম্ভের জন্য...


সন্ত্রাস

কত আগুন আছে সভ্যতার অন্দরে
আগুনে আঁকা সব কথামালা... উগড়ে
দেয় পৃথিবীতে। ধর্ষণের ছবি আপলোড
হয় বারবার... বাচ্চা মেয়েটির কোমল শরীরে
ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেয় চল্লিশ বছরের হায়না!
ছোট ছোট ছেলেরাও এখন আর বাদ যায় না!

মৃত ছবিতে লাইকের ঝড় ওঠে... অস্তিত্বের
মুক্তির জন্য কাঁদি চিৎকার করে...

নীরবতা একটা সন্ত্রাসের নামান্তর মাত্র।

প্রেম

যারা ভালোবাসতো তারা হারিয়ে গেছে!
ভালোবাসার দিনগুলো ঝরে পড়ে গেছে!

মনে হয়। ভালোবাসা যেন
বৃন্তহীন বোঁটায় ঝুলে আছে!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন