কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ৭ মে, ২০১৮

তাহিতি ফারজানা




কান্নার ভেতর

আমার কান্নার ভেতর আজকাল
আমি থাকি না।
থাকে অভ্যাসবশত ঘুরে আসা ঋতুদল।
সান্ধ্যমেঘ, রক্তিম।

জলজীবনের স্থিরচিত্র
ঝুলে থাকে
মাছ হাতছাড়া হওয়া ছিপটির মতো।

কান্নার ভেতর কোথাও
ফুটে থাকে বোবাপ্রাণীদের গান।

অপ্রতিরোধ্য সূর্য তাকে খুঁটে খায়
শিশির ভেবে।


সুইসাইড

সব দরজা নেভানো
এত প্রত্যাশা নিয়ে
বুকে ছুরি বসিয়ে দেয়া দুপুরে
কার কাছে যাবে?

একলা ছাদ তোমাকে ডেকেছে
শেষ করার ছলে কোন শুরু!
তুমি মাধ্যাকর্ষণ বেয়ে নেমে গেছ
পেছনে ফেলে সমগ্র।
গভীরে-

কারা সিগন্যাল ভাঙছে,
কারা বিষাক্ত হর্নগুলো ঢেলে দিচ্ছে কানে;
তুমি তার কিছুতেই নেই!


মা

অন্তর্গত প্রত্যাশা যতবার
তার নৈঃশব্দ্যকে পাথর জেনে
আগুন জ্বালাতে চায়-

ততবার তিনি পাঁজরের নিচে
একরাশ উৎকণ্ঠা নিয়ে
ভালো থাকার ভান করেন।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন